কিরো অমনিবাস এর আলোকে জেনে নিন আপনার শূভ সংখ্যা

 রাশিচক্রের অন্যতম একটি দিক হলো শুভ সংখ্যা, যাকে ইংরেজিতে বলে Lucky Number। যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এ সংখ্যাটির মূল্য অনেক। যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করে থাকেন। অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নন। তাই Lucky Number কিভাবে বের করা যায় তা এই পোষ্ট থেকে জেনে নিন।
শুভ সংখ্যা দু’ভাবে বের করা যায়-
১) নিজের জন্মদিন বা Date of Birth দিয়ে। ২) নিজের নামসংখ্যা  দিয়ে।
ধরুন, অনেকেই আছেন যাদের জন্মদিন মনে নেই বা সঠিক জানা নেই, তাদের ক্ষেত্রে লাকী Number বের করতে গেলে তাদের নামসংখ্যা  ব্যবহার করতে হবে।
- নিজের জন্মদিন বা Date of Birth দিয়ে Lucky Number বের করার নিয়ম_
ক) যারা যে কোনো বছরের যে কোনো মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মেছেন তাদের ক্ষেত্রে LuckyNumber হচ্ছে ১, ২, ৪ এবং ৭.
খ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucky Number হলো ২, ১, ৪ বা ৭.
গ) যারা যে কোনা বছরের যে কেনো মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ৩, ৬ বা ৯।
ঘ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucky Number হলো ৪, ১, ২ এবং ৭.
ঙ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucky Numberহল ৫.
চ) যারা যে কোনা বছরের, যে কোনো মাসের ৬, ১৫ বা ২৪ তারিখে জন্মেছেন তাদের ক্ষেত্রে Lucky Number হলো ৬, ৩ বা ৯
ছ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৭, ১৬ বা ২৫ তারিখ জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ৭, ১, ২ বা ৪
জ) যারা যে কোনা বছরের যে কোনো মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো ১, ২, ৪ এবং ৭ (ব্যতিক্রম হিসেবে অনেক সময় ৪)।
ঝ) যারা যে কোনা বছরের, যে কোনো তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে Lucky Number হলো ৯, ৬ বা ৩.
- যাদের জন্ম তারিখ মনে নেই বা সঠিক জানা নেই, তাদের শুভসংখ্যা ( Lucky Number) বের করার নিয়ম_
এ পদ্ধতিতে সঠিক জন্মতারিখ জানা না থাকলেও, আমরা নিম্নলিখিত ছক মনে রেখে, নামের মাধ্যমে শুভসংখ্যা বের করতে পারি_ অ-১, ই-২, ঈ-৩, উ-৪, ঊ-৫, ট-৬, ঙ-৭, ও-১, ক-২, -ে৩, গ-৪, ঐ-৫, ঠ-৬, ত-৭, ঔ-১, জ-২, খ-৩, ঞ-৪, ঘ-৫, ড-৬, ছ-১, ঝ-৩, ঢ-৩, ণ-১.

A = ১ O = ৭
B = ২ P = ৮
C = ৩ Q = ১
D = ৪ R = ২
E = ৫ S = ৩
F = ৮ T = ৪
G = ৩ U = ৬
H = ৫ V = ৬
I বা J = ১ W = ৬
K = ২ X = ৫
L = ৩ Y = ১
M = ৪ Z = 7
N = ৫
ধরুন কারো নাম AKASH NILL
তাহলে AKASH = 1+2+1+3+5 = 12
NILL = 5+1+3+3 = 12
অর্থাৎ-নাম সংখ্যা
12+12= 24 = 2+4 = 6 এবার এই সংখ্যাকে যদি জন্ম তারিখ ধরি তাহলে শুভ সংখ্যা হবে 6, 3, 9.
 যাদের জন্মতারিখ জানা  নেই, তারা নিজেদের শুভ সংখ্যা এভাবে বের করতে পারেন। আর যাদের জন্ম তারিখ জানা আছে, তারা জন্ম তারিখ অনুসারে শুভ সংখ্যা বাছাই করবেন। তবে অনেক ক্ষেত্রে কারো কারো শুভ সংখ্যা ব্যতিক্রম হতে পারে।

5 comments:

  1. নামহীন says

    আমার জন্ম তারিখ ০২।০৫।১৯৮০ আমার ভাগ্য কি


    Akashnill says

    আপনার নাম কি?


    Unknown says

    egula ki always all khetre thik thik kaje lage????


    নামহীন says

    amar nam mony jonmo.7/2/1992


    Unknown says

    Ujjal Roy
    D.O.B : 22 jan 1975
    Please tell me something about me and my future. Iam international Tabla Player. Thank you.


একটি মন্তব্য পোস্ট করুন