বাৎসরিক বাংলা রাশিফল ২০১৬ - মীন রাশি
মীন রাশির কেমন যাবে সাল ২০১৬
আপনার জন্ম যদি ১৯ ফেব্র“য়ারী থেকে ২০ মার্চের মধ্যে হয়ে থাকে তাহলে পাশ্চাত্য মাতে আপনি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি জলজ রাশি। অধিপতি গ্রহ প্রাচ্য মতে বৃহস্পতি ও পাশ্চাত্য মতে নেপচুন। মীনকে ইংরেজীতে চরংপবং ও আরবীতে হুত বোরজ বলে। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন তাহলে আপনার সবচেয়ে বড় দূর্বলতা হচ্ছে ভুল-বুঝাবুঝি। আপনার রহস্যময় আচরনের কারনে আপনাকে লোকে ভুল বুঝবে। আপনি উচ্চাভিলাষী,কল্পনা প্রবণ, ভাবপ্রবণ, উদারমনা হবেন।আপনার মন অত্যন্ত সংবেদনশীল। সহজাত অন্তদৃষ্টি,জ্ঞাণান্বেষনের প্রবল ইচ্ছা,অনুসন্ধিৎসু মন, দর্শন, অতীন্দ্রিয় বিষয়, ইতিহাস, পূরাতত্ব, শিল্প কলার প্রতি অনুরাগ দেখার মত।
মীনের জাতক জাতিকার জীবনে আত্ববিশ্বাসের অভাব প্রকট। ভাব প্রবণতার সুযোগে পরিচিত জনেরা নিজেদের স্বার্থ আদায় করে নিবে। জীবনে আপনি প্রায়শই সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আপনি খুবই বিশ্বস্ত ও দায়িত্ব পরায়ন। যে কাজের দায়িত্ব আপনি একবার নেবেন তা বিশ্বস্ততার সাথে পালন করে থাকেন। আপনি ভ্রমন পছন্দ করেন। জলের মতই আপনি নিজেকে দ্রুত সামলে নিতে পারেন। প্রকৃতিগত ভাবে আপনি কিছুটা চঞ্চল ও অস্থির স্বভাবের। কিছুটা ভুলোমনের কারনে আপনি অপরের বকা খাবেন। কাজের প্রতি সিরিয়াস হলে আপনি অনেক সাফল্য লাভ করবেন।
মীনের জাতিকারা সুন্দরী ও সুভাষীনি। আপনি মীন রাশির জাতিকা হলে আপনি স্পর্শকাতর। খুবই রোমান্টিক ও লাজুক প্রকৃতির। বিবাহিত জীবনে আপনি আদর্শ গৃহিনী, আদর্শ মাতা ও আদর্শ স্ত্রী। সুবচনে ও স্নিগ্ধ ব্যবহারে স্বামীকে পরিতৃপ্ত রাখার এক আশ্চর্য ক্ষমতা আছে আপনার।
মীন রাশির কতিপয় বিক্ষাত ব্যক্তিত্ব।
১।। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
২।। কবী আল্লামা ইকবাল।
৩।। রামকৃষ্ণ পরম হংস দেব।
৪।। হুসেইন মোহাম্মদ এরশাদ।
৫।। গ্রাহাম বেল।
৬।। চিত্রকার মাইকেল এঞ্জেলো।
৭।। মহা রাণী ভিক্টোরিয়া।
৮।। ইবনে বাতুতা।
৯।। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ।
১০।। যাদুকর পি.সি সরকার।
২।। কবী আল্লামা ইকবাল।
৩।। রামকৃষ্ণ পরম হংস দেব।
৪।। হুসেইন মোহাম্মদ এরশাদ।
৫।। গ্রাহাম বেল।
৬।। চিত্রকার মাইকেল এঞ্জেলো।
৭।। মহা রাণী ভিক্টোরিয়া।
৮।। ইবনে বাতুতা।
৯।। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ।
১০।। যাদুকর পি.সি সরকার।
মীন রাশির বর্ষ পরিক্রমা : সাল ২০১৬ মীন রাশির জাতক জাতিকার জন্য শুভাশুভ মিশ্রিত ফল বয়ে আনবে। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকার আশঙ্কা রয়েছে। দূর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকার জীবনে এ বছর অনভিপ্রেত ঘটনা বারবার ঘটবে। কাজ কর্মে বারবার বাধা বিপত্তির শিকার হবেন। শনির ভাগ্যস্থানে অবস্থানের কারনে ভাগ্যউন্নতিতে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। বছরের প্রথম ছয় মাস বাধা বিপত্তি যথেষ্ট ভোগাবে।
পরবর্তি ছয়মাস আপনার জীবনে কিছু সাফল্য নিয়ে আসবে। সাংসারিক জীবনে অস্থিরতা লেগে থাকবে। দাম্পত্য কলহের কারনে মানসিক দুশ্চিন্তায় থাকবেন। অংশিদারী মূলক কাজে বছরের শুরুতে কিছু বাধা বিপত্তি থাকলেও বছরের শেষে তা কেটে যাবে।আয় উন্নতির সুযোগ চলে আসবে। ব্যবসায়ীরা বিগত বছর গুলির ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় যথেষ্ট ঝামেলার সম্মূখীন হতে হবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না।
আপনার শরীর স্বাস্থ্য : সাল ২০১৬ মীন রাশির জাতক জাতিকার জন্য খুবই উল্লেখযোগ্য। বছরের প্রথমার্ধে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। অপ্রত্যাশিত ঘটনার সম্মূখীন হতে হবে। কাজ কর্মে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। মানসিক জোর কমে যাবে। তবে আগষ্ট মাস থেকে আপনার প্রভাব প্রতিপত্তি জৈলুস বৃদ্ধি পাবে। অনেক কাজ হাতে নেবেন। বিরূপ পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারবেন। আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অপরের ওপর নির্ভরশীলতা কমে আসবে।
আপনার অর্থ ভাগ্য : আর্থিক অবস্থা বছরের শুরুর দিকে ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের যোগ রয়েছে। সঞ্চয়ের সুযোগ পেয়ে যাবেন। কোনো ভূমি স্থাবর বিক্রয় করে ঋণের বোঝা কমাতে পারবেন। বিভিন্ন ভাবে আত্মীয় কুটুম্বর সহায়তা লাভের যোগ রয়েছে। বছরের মাঝামাঝির পর আর্থিক জোয়ার কমে আসবে। তবে চলতে থাকা কাজের টাকা ঠিকই আদায় করতে পারবেন।
আপনার পারিবারিক জীবন : বছরের শেষার্ধে ভাই-বোনের জন্য কিছু অর্থ ব্যয় হবার সম্ভাবনা রয়েছে। ছোট বোনের বিয়েতে প্রচুর অর্থব্যয় করতে হতে পারে। পারিবারিক পরিবেশ অনকূল থাকবে না। মায়ের সাথে জীবন সঙ্গীর ঝগড়া বিবাদ দেখা দিতে পারে। এ বছর ভূমি বৃদ্ধির চেয়ে ভূমি নাশের আশঙ্কা বেশী। মায়ের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
আপনার প্রেম রোমান্স পড়াশোনা : প্রেমের জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। প্রিয়জনের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। প্রেমের বিয়ের যোগ বলবান নয়। যদি বিয়ে করার চেষ্টা করেন তাহলে প্রবল বাধার সম্মূখীন হতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য ও আচরন ভালো হবে না। বড় সন্তানের প্রতি বিশেষ নজর দিন। বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে আসতে পারে। কোনো অসৎ সঙ্গে পরে পরীক্ষায় খারাপ করতে পারেন।
আপনার শত্রু,
রোগ ব্যাধি ভাগ্য : এ বছর শিক্ষীত ও জ্ঞাণী শত্রুর কবলে পড়তে পারেন। রাহু ও বৃহস্পতির প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে হবে। প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের ক্যাডার দ্বারা হুমকি ধমকি পেতে পারেন। লিভার ,কিডনি, ও কোমড় বা পায়ের ব্যথায় কষ্ট পাবার সম্ভাবনা। ছোট ছোট শিশু কিশোরদের জন্ডিস বা টাইফয়েডের সংক্রামন হতে পারে।
আপনার দাম্পত্য জীবন, ও ব্যবসা ভাগ্য : এ বছর দাম্পত্য সম্পর্ক ভালো মন্দ মিলিয়ে। প্রায়শই জীবন সাথীর সাথে দ্বন্দে জড়িয়ে পড়বেন। অংশীদারী ব্যবসায় ঝামেলা দেখা দিতে পারে। রাহুর প্রভাবে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিবে। জুলাই মাসের পর বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। ডিভোর্সীদের বিয়ের যোগ রয়েছে। ব্যবসায় জুলাই মাসের পর ভালো করার সম্ভাবনা। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
আপনার ভাগ্য উত্থান পতন : এ বছর শনির প্রভাবে ভাগ্য ক্ষেত্রে বাধা বিপত্তি অব্যাহত থাকবে। তবে আপনার ধর্মীয় ভ্রমনের জন্য বছরটি অনুকূল থাকবে। বহু বাধা বিপত্তি পেড়িয়ে সফলতার স্পর্শ পাবেন। উচ্চ শিক্ষায় বাধা বিপত্তি দেখা দেবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকটে পরতে হতে পারে। বিদেশ গমনে বহু ঝামেলা দেখা যায়। তাই বিদেশ থেকে দেশে এসে যারা আবার বিদেশে যাবার চেষ্টা করছেন তাদের বুঝে শুনে কাজ করা উচিৎ।
আপনার কর্মজীবন
: সরকারী চাকরীজীবীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে নিয়োজিতরা ভালো করতে পারবেন। সরকারী চাকরী লাভের যোগ প্রবল। বেসরকারী চাকরীতে বহু বাধা বিপত্তি দেখা দেবে। দীর্ঘ দিন ধরে যারা শনির কারনে চাকরিচ্যুত হয়ে আছেন তাদের পূনরায় কর্মলাভের যোগ বলবান। রাজনৈতিক কাজকর্ম শুভ। জীবনে বহু সাফল্য পাবেন।
আপনার বন্ধু ও আয় উন্নতি: এ বছর ব্যবসায়ী বন্ধু লাভ। ব্যবসায় ভালো পার্টনারশিপ গড়ে উঠবে। বন্ধুদের সাথে নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন। আয় উন্নতি কম হবে। তবে বছরের প্রথমার্ধে আয় বৃদ্ধি না পেলেও,শেষার্ধে বহু আয়ের সুযোগ পাবেন।
আপনার ব্যয় ও ভ্রমন: এ বছর মীন রাশির জাতক জাতিকার জীবনে বহু ভ্রমনের যোগ কম। তবে বিভিন্ন কারনে বহু ব্যয় করতে হবে। শরীর স্বাস্থ্য ও জনহিতকর কাজে প্রচুর ব্যয়ের যোগ প্রবল। প্রবাসীরা নাগরীকত্ব পেতে পারেন। বহু ভ্রমনের জন্য বছরের প্রথমার্ধ শুভ। তবে সে ভ্রমনে লাভ হবে না। আপনার দূর্ণম বদনাম রটতে পারে
গ্রহ বৈরিতা প্রতিকারে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার ধারন করুন। সকল শেডের নীল,আকাশী বর্ণের বস্ত্র ধারন ও নীল বর্ণের বস্ত্র দান, বহু দক্ষিণার মাধ্যমে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন।
লেখক: জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী।
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি)
যোগাযোগ: ০১৭১৬-৬০৮০৮২ ।
ই-মেইল: jyothish.mehedy@gmail.com
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি)
যোগাযোগ: ০১৭১৬-৬০৮০৮২ ।
ই-মেইল: jyothish.mehedy@gmail.com
0 comments:
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)